মালয়েশিয়ার নাগরিকদের সঙ্গে বিবাহসূত্রে থাকা ভিনদেশিদের জন্য স্থায়ী বাসিন্দা (পিআর) আবেদন নিষ্পত্তি কার্যক্রম দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ১০ বছরেরও বেশি সময় ধরে ঝুলে থাকা আবেদনগুলো ২০২৫ সালের জুনের মধ্যেই সম্পূর্ণভাবে নিষ্পন্ন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে জমাকৃত ১৭,৪১১টি পিআর আবেদনের মধ্যে ইতোমধ্যে ৫,৬৮৬টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বাকি ১১,৭২৫টি আবেদন জুনের মধ্যেই চূড়ান্তভাবে সমাধান করার লক্ষ্য নিয়েছে তারা।
দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা এই আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ২০২৪ সালের শেষদিকে ১২ সদস্যবিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আবেদন যাচাই, তথ্য বিশ্লেষণ এবং দ্রুত সিদ্ধান্ত প্রদানের কাজ করছে।
ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানিয়েছেন, সকল আবেদনই রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (PDRM) কর্তৃক নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে অনুমোদন পায়। নিরাপত্তা সংক্রান্ত কারণেই অনেক আবেদন অনুমোদন না-ও পেতে পারে। সেক্ষেত্রে আবেদনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুনরায় আবেদন করতে পারেন।
আবেদন নিষ্পত্তির এ উদ্যোগ জনসাধারণের জন্য সেবার মানোন্নয়ন প্রক্রিয়ার একটি অংশ। নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নতুন আবেদনগুলো মাত্র ছয় মাসের মধ্যে নিষ্পন্ন করা হবে।
বর্তমানে, নাগরিকদের স্ত্রীরা মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাওয়ার পর তিন বছর বসবাসের মেয়াদ পাচ্ছেন, যেখানে নাগরিকদের স্বামীদের জন্য এ মেয়াদ পাঁচ বছর নির্ধারিত আছে। সন্তান ও পরিবারের কল্যাণ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মহাপরিচালক।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
