অবৈধ জুয়া খেলার অপরাধে ওমানের কাসাব থেকে একাধিক বাংলাদেশী প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। স্থানীয় সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার (৯-সেপ্টেম্বর) রাতে মুসান্দাম প্রদেশের খাসাব সানাইয়া এলাকার একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় অবৈধ মাদক সহ জুয়া খেলা অবস্থায় ১৮ জন প্রবাসীকে আটক করে পুলিশ। আটককৃতরা সবাই বাংলাদেশী প্রবাসী।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
আগামী সোম অথবা মঙ্গলবার তাদেরকে কোর্টে হাজির করার কথা রয়েছে বলে জানাগেছে সূত্রে। এদিকে, অবৈধভাবে মাছ ধরার অভিযোগে আরো তিন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আল ওস্তা প্রদেশের দুকুম উপকূলে অবৈধভাবে মাছ ধরার সময় প্রদেশটির মৎস্য অধিদপ্তর তাদের আটক করে। এই সময় আটককৃতদের থেকে নৌকা ও মাছ ধরার কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। তবে সেই তিন প্রবাসী কোন দেশের নাগরিক তা জানা যায়নি। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















