সৌদি আরবে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ছয় ওমরাযাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।
গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মক্কা-মদিনা মহাসড়কে ওয়াদি আল আকিক নামক স্থানে ওমরাযাত্রীদের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনায় ২০ ইন্দোনেশীয় নাগরিক হতাহত হন। এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর আহত হন। শুক্রবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে গালফ নিউজ।
পুলিশের প্রাথমিক তদন্ত মতে, কোনো কিছুর সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং আগুন ধরে যায়। প্রকৃত কারণ অনুসন্ধানে আরও তদন্ত চলছে। ঘটনার সময় গাড়িটিতে ওমরাযাত্রী ও তাদের সফরসঙ্গীরা ছিলেন।
দুর্ঘটনার খবর পরপরই সৌদি আরবে ইন্দোনেশিয়ার কনস্যুলেট জেনারেল ঘটনাস্থলে একটি প্রতিনিধি দল প্রেরণ করেন এবং সৌদি কর্তৃপক্ষ ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের শনাক্ত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
ক্ষতিগ্রস্তদের অবস্থা যাচাই করতে এবং সহায়তা প্রদানের জন্য কর্মকর্তারা স্থানীয় হাসপাতাল, ওমরাহ ট্যুর গাইড, সৌদি হজ মন্ত্রণালয়, ওমরাহ পরিষেবা কর্মী এবং বাস কোম্পানির সাথে যোগাযোগ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
