সুলতান হাইতাম বিন তারিকের এক রাজকীয় ফরমানের মাধ্যমে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার আল বলুশিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে। মার্জিত রুচিসম্পন্ন এই কূটনীতিককে এখন ব্রাজিলে ওমানের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক রদবদলের ঘোষণা আসে সম্প্রতি জারি করা এক রাজকীয় ডিক্রির মাধ্যমে। এর আগে, বিদায়ী রাষ্ট্রদূত আল বলুশি গত ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে রাষ্ট্রদূত আল বলুশি ড. ইউনূসকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ ও ওমানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ড. ইউনূসও বাংলাদেশে রাষ্ট্রদূতের সফল মেয়াদকালের জন্য তাকে উষ্ণ অভিনন্দন জানান।
সুলতানের ফরমান অনুযায়ী, রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম বিন ইসা আল বলুশি শীঘ্রই ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রা করবেন। তবে ঢাকায় তার স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়ে ওমানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
একই রাজকীয় ডিক্রিতে ব্রাজিলে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত তালাল বিন সুলেইমানকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও, ওমানের কূটনৈতিক অঙ্গনে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সৌদি আরব এবং স্পেনে নতুন রাষ্ট্রদূত নিয়োগের পাশাপাশি অন্যান্য কয়েকটি পদেও রদবদল করা হয়েছে। সরকারি গেজেটে এই ডিক্রি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এই কূটনৈতিক পরিবর্তনগুলি ওমানের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা যায়। বিশেষ করে, বাংলাদেশ ও ওমানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমানের সম্পর্ক আরও জোরদার হবে বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
