আজ বৃহস্পতিবার, ওমানের আকাশে এক অনন্য মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব। চলতি বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত, আজ আকাশকে রক্তিম আভায় রাঙিয়ে দেবে। এই বিরল দৃশ্য প্রায় ছয় ঘন্টা ধরে স্থায়ী হবে, যা মহাকাশপ্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা বয়ে আনবে।
ওমানি সোসাইটি ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেসের সদস্য আহমেদ বিন মোহাম্মদ আল খালিদী জানিয়েছেন, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ওমান সময় সকাল ৭টা ৫৭ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলবে।
তবে পূর্ণগ্রাসের সময়, অর্থাৎ সকাল ১০টা ২৬ মিনিট থেকে ১১টা ৩১ মিনিট পর্যন্ত, চাঁদ লাল বা লালচে বাদামি রঙ ধারণ করবে। এই সময় পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যের আলো প্রবেশ করে বেঁকে গিয়ে চাঁদের পৃষ্ঠে লাল রঙের আলো ফেলবে, ফলে চাঁদ রক্তিম আভায় উদ্ভাসিত হবে।
এই মহাজাগতিক ঘটনাটি প্রায় তিন বছর পর আবারও দেখা যাচ্ছে। এর আগে শেষবার এমন দৃশ্য দেখা গিয়েছিল ২০২২ সালে। এবারের চন্দ্রগ্রহণ নর্থ ও সাউথ আমেরিকা থেকে সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে। ইউরোপের কিছু অংশে চাঁদ অস্ত যাওয়ার সময় এই দৃশ্যের এক ঝলক দেখা যাবে, আর পূর্ব এশিয়ায় চন্দ্রোদয়ের সময় এই ঘটনার অংশবিশেষ দেখা যাবে।
ওমানের আকাশে এই বিরল দৃশ্য উপভোগ করার জন্য মহাকাশপ্রেমীরা উন্মুখ। যদিও ওমানের সব অঞ্চল থেকে এই দৃশ্য দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবুও এই মহাজাগতিক ঘটনাটি আকাশপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে। আজকের এই দিনটি নিঃসন্দেহে জ্যোতির্বিদ্যা ও মহাকাশপ্রেমীদের জন্য এক স্মরণীয় মুহূর্ত হিসেবে চিহ্নিত হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
