দুবাইয়ের এক সাধারণ টেকনিশিয়ানের জীবন যেন রূপকথার গল্পে মোড় নিল। মাসে মাত্র ৩,০০০ দিরহাম রোজগার করা এই বাংলাদেশী প্রবাসী, জাহাঙ্গীর আলম, দীর্ঘ তিন বছরের অবিরত চেষ্টার পর অবশেষে বিগ টিকেট জ্যাকপটে ২০ মিলিয়ন দিরহাম জিতে নিজেকে কিংবদন্তীতে পরিণত করেছেন।
আবুধাবিতে অনুষ্ঠিত বিখ্যাত রাফেল ড্র সিরিজ ২৭২-এ, ৪৪ বছর বয়সী জাহাঙ্গীর এবং তার তেরোজন বন্ধুর একটি দল রমজানের পবিত্র মাসে এই অভাবনীয় পুরস্কার লাভ করে যেন আকাশ থেকে পড়েন। সংযুক্ত আরব আমিরাতে গত ছয় বছর ধরে বসবাস করা জাহাঙ্গীর, ২০২২ সাল থেকে ভাগ্যের অন্বেষণে লটারির টিকেট কেনা শুরু করেছিলেন।
গালফ নিউজের সাথে এক সাক্ষাৎকারে আবেগাপ্লুত জাহাঙ্গীর আলম জানান, “আমি প্রায় তিন বছর ধরে টিকেট কিনছি। বন্ধুদের উৎসাহেই মূলত এই পথে আসা। তারা প্রায়ই বলতো, লটারি জিতলে পুরো জীবনটাই বদলে যেতে পারে।”
জাহাঙ্গীরের বন্ধুদলে রয়েছেন ১৩ জন বাংলাদেশী এবং ১ জন ভারতীয়। তাঁরা সকলেই জাহাজ নির্মাণ শিল্পের সাথে জড়িত, বিভিন্ন পদে যেমন ওয়েল্ডার, টেকনিশিয়ান, পেইন্টার এবং ক্লিনার হিসেবে কর্মরত। জীবন সংগ্রামে ক্লান্ত এই মানুষগুলোর ছোট ছোট স্বপ্নগুলো যেন এক সুতোয় বাঁধা।
আলম আরও জানান, “আমাদের দলে বিভিন্ন পেশার মানুষ আছে। কারও বার্ষিক বেতন ৩৫,০০০ আবার কারও ৪০,০০০ দিরহাম বা তার বেশি। আমি নিজে মাসে প্রায় ৩,০০০ দিরহাম আয় করি। আমরা প্রত্যেকে আমাদের সাধ্য অনুযায়ী ৫০ থেকে ১০০ দিরহাম পর্যন্ত চাঁদা দেই।” তিনি জানান, এই প্রথমবার তাঁদের দল বিগ টিকেটের বিশাল পুরস্কার জিতলো।
“বিশেষ করে গত দুই মাস ধরে আমি নিয়মিত প্রার্থনা করেছি, একটু ভাগ্যের আশার জন্য। ড্রয়ের দিনও আমি নামাজে ছিলাম, তাই যখন রিচার্ড এবং বুশরা ফোন করেছিলেন, তখন আমার কাছে ফোন ছিল না,” বলেন জাহাঙ্গীর।
“হ্যাঁ, আমি বিগ টিকেটের গুরুত্বপূর্ণ ফোন ধরতে পারি নি, তবে মসজিদ থেকে ফেরার পর বন্ধুরা আমাকে সুখবরটি দেয়। আমি কখনো ভাবিনি যে সত্যি আমার ভাগ্য এত সহজে খুলবে। আমি তো কেবল অন্যদের জেতার গল্প পড়েছি। অবশেষে, আমার জন্যও সুসময় এলো।”
পিতৃহীন জাহাঙ্গীর, মা, চার ভাই ও দুই বোনের পরিবারের দায়িত্ব একাই বহন করেন। তিনি জানান, এই পুরস্কারের অর্থ দুবাইয়ে বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে এবং ভাগ্য পরীক্ষা করার জন্য টিকেট কেনা চালিয়ে যেতে চান।
অন্যদের উদ্দেশ্যে জাহাঙ্গীর বলেন, “আমার একটাই পরামর্শ, কষ্ট করে চেষ্টা চালাও, যদি বেতন কমও হয়। সবাই মিলে কিছু টাকা জমা করে ভাগ্য পরীক্ষা করতে থাকো— অবশেষে যদি জিততে পারো, তাহলে জীবনে আর কোনো আক্ষেপ থাকবে না।”
এই মাসে, বিগ টিকেট কর্তৃপক্ষ আগামী ৩রা এপ্রিলের ড্রয়ে ১৫ মিলিয়ন দিরহামের আরও একটি বিশাল পুরস্কারের ঘোষণা করেছে। টিকেট কিনতে ওয়েবসাইট (https://www.bigticket.ae/) ভিজিট করুন অথবা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল আইন বিমানবন্দরে অবস্থিত তাদের কাউন্টারগুলোতে যোগাযোগ করুন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
