২০২৪ সালের ১১তম প্রকল্পের আওতায় মানবিক সংস্থা ফাক কুরবা ওমানে ১,২১৯ জন অসচ্ছল কারাবান্দিকে মুক্ত করতে সক্ষম হয়েছে। এর মধ্যে উত্তর আল বাতিনার কারাগার থেকে ২৬১ জন, মাস্কাট থেকে ২০২ জন, বুরাইমি থেকে ১৫৪ জন, ধাহিরাহ থেকে ১৫৩ জন এবং বাকিরা অন্যান্য অঞ্চল থেকে মুক্তি পেয়েছেন। এই উদ্যোগে ওমানি নাগরিকদের পাশাপাশি প্রবাসীরাও সমানভাবে উপকৃত হয়েছেন।
ওমানি আইনজীবী এসোসিয়েশন পরিচালিত ফাক কুরবা সংস্থাটি এবারও তাদের মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে। ১২তম পর্বের প্রকল্পের মাধ্যমে তারা আরও ১,২১৯ জন অসচ্ছল কারাবান্দিকে মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে।
দেওয়ানি, বাণিজ্যিক এবং শ্রম আইনের মামলায় জড়িত শ্রমিক ও অসচ্ছল ব্যক্তিদের মুক্ত করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এজন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ফাক কুরবা মোট ৭,১১০ জন কারাবান্দীকে মুক্ত করতে পেরেছে। সংস্থাটি ওমানের প্রায় সবকটি অঞ্চলে তাদের সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।
এবারও তারা কম অর্থের কেসগুলোকে অগ্রাধিকার দিচ্ছে, যাতে সবচেয়ে বেশি অসচ্ছল ব্যক্তিরা এই সুযোগ থেকে উপকৃত হতে পারেন।
ফাক কুরবার এই উদ্যোগ শুধুমাত্র কারাবান্দীদের মুক্তিই নয়, বরং মানবতার জয়কে প্রতিফলিত করে। সংস্থাটির এই মহৎ প্রচেষ্টা ওমানের সমাজে একটি নতুন আশার আলো জ্বালিয়েছে, যা বিশ্বব্যাপী মানবিকতার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
