সৌদির উদ্দেশে রওয়ানা হওয়া ছেলেকে বিদায় দিতে ঢাকায় আসা এক বাবা আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন। বিশ্রামের জন্য তিনি আবাসিক হোটেলে উঠেছিলেন। আর সেখানেই অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয় মিরন জম্মাদারের।
ষাটোর্ধ্ব মিরনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা বটতলা গ্রামে। মঙ্গলবার তার ছেলে মুনিব জমাদ্দারের সৌদি আরব যাওয়ার ফ্লাইট। গুলশান শাহাজাদপুরে আবাসিক হোটেলের অগ্নিকাণ্ডে আরও ৩ জন নিহত হয়েছেন।
নিহতের ভগ্নিপতি হিরন তালুকদার বলেন, মুনিব জমাদ্দারের মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবে যাওয়ার ফ্লাইট। এজন্য সোমবার সকালে তার বাবাও ঢাকায় এসে হোটেলটিতে ওঠেন।
আসার কিছুক্ষণ পর হোটেলটির পাশে একটি রেস্টুরেন্টে নাস্তা করার পর ভগ্নিপতিকে রেখেই বিশ্রাম করার জন্য হোটেলে ফিরে যান। এর অল্প সময় পরই আগুন লাগে।
সেইসময় মিরন ফোন দিয়ে জানান তিনি হোটেলের ভিতরে আটকে পড়েছেন। সবশেষ ফায়ার সার্ভিস আগুন নির্বাপনের পর মিরনের মরদেহ চারতলা থেকে উদ্ধার করে।
সোমবার বেলা ১২টার দিকে ঢাকার শাহজাদপুরের বাঁশতলা এলাকার সৌদিয়া নামের ওই আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়েছেন।। দুপুর ১টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
