মালয়েশিয়ার মেলাকা রাজ্যের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তবে বাংলাদেশি ওই প্রভাষক ম্যাজিস্ট্রেট আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
আদালত সূত্রে জানা যায়, প্রভাষক রেজাউল করিম ২০২৪ সালের ২৪ ও ২৫ অক্টোবর ভোররাতে মেলাকা তেঙ্গাহ এলাকার একটি হোটেল কক্ষে ২৩ বছর বয়সি দুই শিক্ষার্থীর প্রতি যৌন উদ্দেশ্যে শারীরিক জবরদস্তি করেন। অভিযোগে বলা হয়, তিনি ভুক্তভোগীর জেনিটাল পার্ট স্পর্শ ও চিমটি কাটার মত অপরাধমূলক কাজ করেছেন। দুটি চার্জশিটের ভিত্তিতে, অভিযুক্তের বিরুদ্ধে ভুক্তভোগীদের শালীনতা লঙ্ঘনের উদ্দেশ্যে অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগ আনা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মালয়েশিয়ার ফৌজদারি দণ্ডবিধির ৩৫৪ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে, যেখানে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, জরিমানা অথবা বেত্রাঘাতের শাস্তির বিধান রয়েছে। অভিযুক্ত বাংলাদেশি একজন চুক্তিভিত্তিক প্রভাষক। গত পাঁচ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। তার স্ত্রী ও তিন থেকে ১০ বছর বয়সি তিন সন্তান আছে।
আদালত তাকে প্রতিটি অভিযোগের জন্য ৪ হাজার রিঙ্গিত করে জামিনে মুক্তির অনুমতি দেন। মামলার পরবর্তী শুনানি আগামি ২৭ মার্চ ধার্য করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
