ওমানের সুলতান হাইথাম বিন তারিক সম্প্রতি একটি ঐতিহাসিক রয়্যাল ডিক্রির মাধ্যমে নতুন নাগরিকত্ব আইন অনুমোদন করেছেন। এই আইন প্রবাসী ও বিদেশিদের জন্য ওমানের নাগরিকত্ব পাওয়ার সুযোগ তৈরি করেছে, তবে কিছু কঠোর ও সুস্পষ্ট শর্তের ভিত্তিতে। নতুন এই আইন ওমানের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।
নতুন আইনের ধারা ১৭ অনুযায়ী, কোনো প্রবাসী যদি ওমানের নাগরিকত্বের জন্য আবেদন করতে চান, তবে তাকে কমপক্ষে ১৫ বছর ধারাবাহিকভাবে ওমানে বসবাস করতে হবে। তবে বছরে ৯০ দিনের বেশি অনুপস্থিতি গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীকে অবশ্যই আরবি ভাষায় দক্ষ, ভালো চরিত্রের অধিকারী এবং অপরাধমুক্ত হতে হবে।
এছাড়া, সুস্বাস্থ্য বজায় রাখা, সংক্রামক রোগমুক্ত থাকা এবং পরিবারের ভরণ-পোষণের জন্য বৈধ আয়ের উৎস থাকা বাধ্যতামূলক। আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, আবেদনকারীকে পূর্ববর্তী দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে, কারণ দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়।
আইনের ধারা ১৯ অনুযায়ী, কোনো বিদেশি নারী যদি ওমানি পুরুষের সঙ্গে ৮ বছর বিবাহিত থেকে একটি সন্তান জন্ম দেন, তবে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে তাকে তার পূর্ববর্তী নাগরিকত্ব ত্যাগ করতে হবে এবং আরবি ভাষায় দক্ষ হতে হবে।
অন্যদিকে, ধারা ১৮ অনুযায়ী, কোনো প্রবাসী পুরুষ যদি ওমানি নারীর সঙ্গে ১০ বছর বিবাহিত থাকেন এবং তাদের একটি সন্তান থাকে, তবে তিনিও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও আরবি ভাষায় দক্ষতা, ভালো আচরণ এবং পূর্ববর্তী নাগরিকত্ব ত্যাগের শর্ত প্রযোজ্য হবে।
আইনের ধারা ২০ ও ২১ অনুযায়ী, শর্তসাপেক্ষে ওমানি পুরুষের বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন স্ত্রী নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া, ধারা ২২ অনুযায়ী, তালাকপ্রাপ্ত ওমানি নারীর সন্তানদের নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ থাকবে, তবে নির্দিষ্ট শর্ত মানতে হবে।
এই নতুন আইনটি ওমানের নাগরিকত্ব পাওয়ার শর্তাবলীকে আরও সুস্পষ্ট ও কঠোর করেছে, যা দেশের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণের লক্ষ্যে গৃহীত হয়েছে। প্রবাসী ও বিদেশিদের জন্য এই আইন নাগরিকত্ব পাওয়ার পথ সুগম করলেও, এটি ওমানের আইন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বার্তাও দিচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
