ইরানে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা যায়, একজন নগ্ন নারী পুলিশের গাড়ির উপর উঠে বসে আছেন। এই ঘটনাটি ইরানের সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং নারী অধিকার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, একজন নারী সম্পূর্ণ নগ্ন অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে আসছেন এবং পুলিশের একটি গাড়ির কাছে গিয়ে সেটির উপর উঠে বসছেন। তবে ভিডিওটি কখন ও কোথায় ধারণ করা হয়েছে তা এখনো জানা যায়নি। অনেকের ধারণা, এটি সম্প্রতি ইরানের ধর্মীয় শহর মাশাদে ঘটেছে।
Watch: A video circulating on social media shows a woman standing naked on a police vehicle in Iran. The exact time and location of the footage are unclear, but it is said to have been recorded in the religious city of Mashhad within the past two weeks. pic.twitter.com/gyOFQQDPkm
— Iran International English (@IranIntl_En) February 2, 2025
এই ঘটনার তিন মাস আগে তেহরানের ইসলামিক আজাদ ইউনিভার্সিটিতে একই ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে এক নারী শিক্ষার্থী নিজের অন্তর্বাস খুলে প্রতিবাদ জানিয়েছিলেন, যা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল।
ইরানে নারীদের উপর নিপীড়ন এবং তাদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। এই পরিস্থিতিতে এই নতুন ঘটনাটি নারী অধিকার নিয়ে আরও বেশি প্রশ্ন তৈরি করেছে।
সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এই ঘটনাকে কেন্দ্র করে দেশটির নারী অধিকার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করছেন।
এই ঘটনাটি ইরানের সমাজ ও প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। নারী অধিকার ও নিরাপত্তা নিয়ে দেশটিতে যে সংকট চলছে, এই ঘটনা তারই একটি প্রতিফলন বলে মনে করছেন অনেকে।
এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছে এবং এর নিচে অনেকেই মন্তব্য করেছেন। কেউ এই ঘটনার নিন্দা জানিয়েছেন, আবার কেউ নারী অধিকারের পক্ষে কথা বলেছেন। এই ঘটনাটি ইরানের সমাজে নারী অধিকার নিয়ে চলমান বিতর্কের একটি নতুন মাত্রা যোগ করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
