সৌদি আরবের রিয়াদ, মক্কা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ঝড়, বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম)। গালফ নিউজ সূত্রে জানা যায়, এই বৈরী আবহাওয়া আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এনসিএম জানিয়েছে, মক্কা, রিয়াদ, জাজান, আসির এবং আল বাহা এলাকায় ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রসহ ভারী বর্ষণ হবে। একই সময়ে দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত, আল জাওয়াফ, হা’ইল, মদিনা, আল কাসিম এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী নাগরিক ও বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বৈরী আবহাওয়ার সময় নিরাপদ স্থানে থাকার পাশাপাশি নিচু এলাকা, অর্থাৎ যেসব স্থানে পানি জমার সম্ভাবনা রয়েছে, সেগুলো এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার অনুরোধও জানিয়েছে কর্তৃপক্ষ। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
