বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে ১/১১ সরকারের মতো আরেকটি পরিকল্পনার ইঙ্গিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক স্ট্যাটাসে এ দাবি করেন তিনি।
নাহিদ লিখেছেন, “বিএনপির নিরপেক্ষ সরকারের প্রস্তাব আসলে আরেকটি ১/১১ সরকারের সূচনা করার চক্রান্ত। ১/১১-র অভিজ্ঞতা থেকে আমরা জানি, এ ধরনের সরকারের মাধ্যমেই আওয়ামী লীগের ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল।”
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির বক্তব্যে ভবিষ্যতে একটি জরুরি অবস্থার মতো সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা এবং দুর্বল পররাষ্ট্রনীতির ধারাবাহিকতার ইঙ্গিত স্পষ্ট। এসবের পাশাপাশি অতীতের গুম, খুন ও হত্যার বিচার না হওয়ার প্রবণতাও এই প্রস্তাবের অন্তর্ভুক্ত।
তিনি বিএনপিকে সরাসরি আক্রমণ করে বলেন, “ছাত্র-জনতার সঙ্গে ঐক্য না গড়ে বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতে নিরপেক্ষ সরকারের নামে ষড়যন্ত্র করছে। এটি গণতন্ত্র ও জাতীয় স্বার্থের পরিপন্থী।”
নাহিদ দাবি করেন, বর্তমান সরকারের ভেতরে বিভিন্ন স্তরে বিএনপিপন্থী ব্যক্তিদের অংশগ্রহণ থাকলেও বিএনপি এখনো জাতীয় ঐক্যের বিপক্ষে অবস্থান করছে।
তিনি বিএনপির ত্যাগী ও দেশপ্রেমিক নেতাদের প্রতি আহ্বান জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে বৃহত্তর ঐক্য গঠনের পথে এগিয়ে আসার।
নাহিদের মতে, দেশের স্থিতিশীলতা ও জাতীয় ঐক্যের জন্য এখন সবচেয়ে বড় বাধা বিএনপির অভ্যুত্থান আকাঙ্ক্ষা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণতন্ত্রবিরোধী কোনো পরিকল্পনায় ছাত্র-জনতা বিন্দুমাত্র ছাড় দেবে না।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
