হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দিয়ে একটি বার্তা পাঠানো হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) রাতে এপিবিএনের ডিউটি অফিসারের মোবাইলে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এই হুমকির বার্তা আসে। বার্তা পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে এবং নিরাপত্তা আরও জোরদার করে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মাদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাতে একটি হুমকির বার্তা পেলেও বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় প্রোটোকল অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সব বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
বুধবার সকালেও শাহজালাল বিমানবন্দরে আরেকটি সতর্কবার্তা আসে। পাকিস্তানের একটি নম্বর থেকে জানানো হয়, ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে। ফ্লাইটটি অবতরণের পর বিস্ফোরণ ঘটানো হবে বলে দাবি করা হয়। তবে বার্তাটি হুমকি নয়, বরং সতর্কতা হিসেবে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়।
হুমকি পাওয়ার পর ফ্লাইটটি নিরাপদে অবতরণ করানো হয় এবং আড়াইশো যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা হয়। একই সঙ্গে বিমানবন্দর থেকে সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটিং চালিয়ে যাওয়া হয়। বার্তার প্রেরক জানান, আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এ ধরনের হুমকি দেওয়া হতে পারে।
পরবর্তী সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “এটি মিথ্যা সংবাদ। কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। এমন মিথ্যা তথ্য ছড়ানোর পেছনে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”
বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের গুজব বা আতঙ্ক ছড়াতে নিষেধ করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
হুমকির পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত বাহিনীগুলো একযোগে কাজ করছে। কোনো ধরনের ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
