রাজধানীর পান্থপথ এলাকায় টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যমুখী প্রায় ৩০০ প্রবাসী। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে স্কয়ার হাসপাতালের সামনে এই বিক্ষোভ শুরু হয়। এতে ওই এলাকায় যানচলাচল বিঘ্নিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যরা।
বিক্ষোভকারী প্রবাসীদের অধিকাংশ সৌদি আরবে কর্মরত, পাশাপাশি ওমরাহ যাত্রীও রয়েছেন। জানা গেছে, আজ তাদের নির্ধারিত বিভিন্ন হাসপাতালে টিকা নেওয়ার কথা ছিল। তবে সেখানে গিয়ে জানতে পারেন, প্রয়োজনীয় টিকা সরবরাহ নেই। এরপর স্কয়ার হাসপাতালে টিকা পাওয়া যাবে বলে তাদের জানানো হয়।
তবে স্কয়ার হাসপাতালে পৌঁছে দেখা যায়, টিকার সরবরাহ সেখানেও সীমিত। প্রবাসীরা ক্ষোভ প্রকাশ করে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. জুবায়ের বলেন, প্রতিদিন স্কয়ার হাসপাতালে ১০ থেকে ১৫ জনকে টিকা দেওয়ার সক্ষমতা থাকলেও আজ টিকা নিতে প্রায় ৩০০ জন উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশ সৌদি আরবগামী। এছাড়া ওমরাহ যাত্রীসহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশের প্রবাসী রয়েছেন।
সম্প্রতি সৌদি আরব সরকারের নির্দেশনা অনুযায়ী, হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ১০ ফেব্রুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর করবে।
এর ফলে প্রবাসীদের মধ্যে টিকা নেওয়ার চাহিদা বেড়ে গেছে। তবে হাসপাতালগুলোর টিকা সরবরাহ সংকট পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
টিকা সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যাত্রা নির্ধারিত সময়ে সম্পন্ন করতে সরকারের হস্তক্ষেপ জরুরি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
