বাংলাদেশে প্রথমবারের মতো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ৩০ বছর বয়সী সানজিদা আক্তার নামের ওই নারী মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ জানুয়ারি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার।
এইচএমপিভি সংক্রমণ সনাক্ত হওয়ার পর জানা যায়, সানজিদা আক্তারের বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস ছিল না। এটি সংক্রমণের উৎস নিয়ে প্রশ্ন তৈরি করেছে এবং বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করেছে।
বিশেষজ্ঞদের মতে, এইচএমপিভি মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এটি শিশু, বয়স্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ব্যক্তিদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এই ভাইরাসের লক্ষণগুলোর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, কাশি এবং জ্বর, যা অনেক ক্ষেত্রে গুরুতর শারীরিক জটিলতা তৈরি করতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর নির্দেশনা অনুসারে, এই ভাইরাসের বিস্তার রোধে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, স্বাস্থ্যবিধি মেনে চলা, হাত ধোয়ার অভ্যাস বজায় রাখা এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।
দেশে এইচএমপিভি সংক্রমণের প্রাদুর্ভাব প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষজ্ঞরা অনুরোধ করেছেন। একই সঙ্গে, সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভাইরাস মোকাবিলায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
