করোনাভাইরাসে আজ পুরো বিশ্ব বেশ চিন্তিত। এই অবস্থায় সবচেয়ে দ্রুত করোনা পরীক্ষার মাধ্যমেই শুধু এই রোগের বিস্তৃতি রোধ করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।
তাই এই ভাইরাস মোকাবেলায় পরীক্ষার কোনো বিকল্প নাই। এমতাবস্থায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বেশ কঠোরভাবে এই পরীক্ষা কার্যক্রম পরিচালনা করছে দেশটির সরকার। দেশটির সরকার সবচেয়ে বেশি চিন্তিত প্রবাসীদের নিয়ে। কারণ দেশটিতে সবচেয়ে বেশি প্রবাসী শ্রমিকরা করোনায় আক্রান্ত হচ্ছে। প্রবাসীদের কথা মাথায় রেখে ওমানের আল ধাহিরা (ইবরি, ইয়ানকুল, ধাঙ্ক) প্রদেশে শুরু হয়েছে প্রবাসী শ্রমিকদের করোনা পরীক্ষা।
সোমবার দেশটির স্বাস্থ্য পরিষেবা অধিদফতরের এক বিবৃতিতে বলা হয়েছে: “আল ধহিরা এলাকার জনগণের জন্য ওমান স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তর ১১ মে সোমবার থেকে শুরু করে প্রবাসী কর্মীদের মধ্যে করোনাভাইরাস পরীক্ষা শুরু করেছে। এই পরীক্ষা চলবে আগামী ১১ই মে পর্যন্ত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “সরকার প্রত্যাশা করে এই ভাইরাস মোকাবেলায় জনগণ সাথে থাকবে। একই সাথে জনস্বাস্থ্যের স্বার্থে নিজেদের সহযোগিতা অব্যাহত রাখবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
