রাশিয়া ক্যানসার প্রতিরোধে সক্ষম একটি টিকা আবিষ্কার করেছে, যা শিগগিরই রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের মহাপরিচালক আন্দ্রিয়ে ক্যাপরিন এই সুখবরটি রেডিও রোশিয়ার এক সাক্ষাৎকারে জানিয়েছেন।
তিনি বলেন, “আমরা আশা করছি, ২০২৫ সালের শুরুর দিকেই এই টিকাটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করতে পারব।”
নতুন এই টিকা প্রস্তুতে ব্যবহৃত হয়েছে আধুনিক ম্যাসেঞ্জার আরএনএ (mRNA) প্রযুক্তি। এই পদ্ধতিতে একটি বিশেষ শক্তিশালী তরল প্রোটিন ব্যবহার করা হয়েছে, যা মানবদেহে প্রবেশ করার পর ক্যানসার সৃষ্টির জন্য দায়ী কোষগুলোকে ধ্বংস করতে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করবে।
রাশিয়ার একাধিক শীর্ষ ক্যানসার গবেষণা কেন্দ্র এবং গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তত্ত্বাবধানে টিকার গবেষণা ও মেডিকেল ট্রায়াল সম্পন্ন হয়েছে। ট্রায়ালের ফলাফলে দেখা গেছে, টিকাটি ক্যানসারের টিউমার গঠনের প্রক্রিয়া এবং কোষের বিস্তার রোধে অত্যন্ত কার্যকর।
ক্যানসার প্রতিরোধে এই টিকা রাশিয়ার একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। এর আগে করোনা মহামারির সময়ও রাশিয়া প্রথম করোনা টিকা ‘স্পুটনিক’ আবিষ্কার করে বৈশ্বিক মনোযোগ কেড়েছিল। স্পুটনিক টিকাটি বিশ্বের ১৫০টিরও বেশি দেশে মহামারি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়েছে।
রাশিয়ার এই নতুন উদ্যোগ ক্যানসারের মতো প্রাণঘাতী রোগের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আশার আলো যোগ করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
