মরু অঞ্চলের দেশ সৌদি আরবে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া দপ্তর, ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম)।
গতকাল শুক্রবার প্রকাশিত এক পূর্বাভাসে জানানো হয়, আজ শনিবার বা আগামীকাল রবিবার থেকে সৌদিতে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, এবং কিছু অঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
এনসিএম জানিয়েছে, শনিবার থেকে সৌদির তাবুক, আল জাওয়াফ, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর ওপর দিয়ে প্রবাহিত হবে শীতল, কনকনে ঠাণ্ডা হাওয়া। এই প্রবাহের প্রভাবে এসব অঞ্চলের তাপমাত্রা সর্বনিম্ন মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
এছাড়া, সোমবার ও মঙ্গলবার থেকে শৈত্যপ্রবাহের প্রভাব পড়বে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা, আল কাসেম এবং উপকূলীয় অঞ্চলেও।
তবে, এসব এলাকায় তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। শীতল বাতাস এবং ঝড়ো হাওয়ার কারণে বিভিন্ন স্থানে ঝড়ের সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।
এ সময় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। ঠাণ্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সৌদি সরকারের গাইডলাইন অনুসরণের আহ্বান জানানো হয়েছে জনসাধারণের প্রতি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
