ঢাকার গুলিস্তান থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) লেনে বিআরটিসি’র এসি বাস সার্ভিস চালু হচ্ছে আগামী রোববার। এদিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের উদ্বোধনের মাধ্যমে এ সেবার যাত্রা শুরু হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। শনিবার এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে।
প্রাথমিক পর্যায়ে ১০টি এসি বাস শিববাড়ি বিআরটি টার্মিনাল থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং এয়ারপোর্ট থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার রুটে চলবে। এই পুরো রুটের মোট দৈর্ঘ্য ৪২.৫ কিলোমিটার।
শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা, আর শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা।
যাত্রী চাহিদা এবং স্টেশনগুলো সম্পূর্ণ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
নতুন এই বাস সার্ভিস ঢাকার যানজট নিরসনে এবং যাত্রীদের আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
