মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের পর কানাডা যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করার হুমকি দিয়েছে।
ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই কানাডার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার ইঙ্গিত দেওয়ার পাশাপাশি দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করেন। তাঁর এ মন্তব্য কানাডার নেতৃত্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
কানাডার বৃহত্তম প্রদেশ অন্টারিওর সরকারপ্রধান ডগ ফোর্ড সম্প্রতি এক বিবৃতিতে জানান, যদি ট্রাম্প প্রশাসন কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে, তবে কানাডা যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ রপ্তানি বন্ধের মতো কৌশল গ্রহণ করবে।
তিনি বলেন, “মিশিগান, নিউইয়র্ক স্টেট এবং উইসকনসিনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার প্রস্তুতি রয়েছে। ট্রাম্পের সিদ্ধান্ত শুধু কানাডার জনগণকেই ক্ষতিগ্রস্ত করবে না; আমেরিকানরাও তার প্রতিক্রিয়া টের পাবে।”
উল্লেখ্য, ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্র ৩৮.৯ মিলিয়ন মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছিল, যার মধ্যে ৩৩.২ মিলিয়ন মেগাওয়াটই ছিল কানাডা থেকে।
যদিও এটি যুক্তরাষ্ট্রের বার্ষিক বিদ্যুৎ ব্যবহারের মাত্র ১ শতাংশ, তবুও এ পদক্ষেপ বিদ্যুৎ নির্ভরশীল রাজ্যগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
ডগ ফোর্ডের মন্তব্য কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার নতুন দিক উন্মোচন করেছে। ট্রাম্প প্রশাসনের নীতিগত সিদ্ধান্ত ও এর প্রতিক্রিয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে কৌতূহল বাড়ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
