স্পেনের এক তরুণী মাত্র ৮ মাসে চমকপ্রদ দক্ষতায় ৩০০ পুরুষকে নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে এমন ভয়ানক প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসার পর দেশটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রতারণার এই কৌশল সম্পর্কে জানা যায়, ২৬ বছর বয়সী ওই নারী একটি সস্তা স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার করে এ কাজ চালাতেন। তিনি এআই-চালিত ফটো এডিটিং অ্যাপ ব্যবহার করে ভুক্তভোগী পুরুষদের ছবি বিকৃত করতেন।
এরপর সেই বিকৃত ছবি দেখিয়ে ভুক্তভোগীদের পরিবারের কাছে পাঠানোর হুমকি দিতেন এবং মোটা অঙ্কের অর্থ দাবি করতেন।
তদন্তে উঠে এসেছে, মাত্র ৮ মাসে তিনি ৩১১টি জালিয়াতি সম্পন্ন করেছেন। তাঁর ফোনে সাড়ে তিন হাজারেরও বেশি বার্তালাপের প্রমাণ পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় কতটা সুপরিকল্পিতভাবে তিনি এই প্রতারণা চালাতেন।
তরুণী নিজেই জানিয়েছেন, ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য ভয় দেখানোই ছিল তাঁর প্রধান হাতিয়ার। পরিবার ও সামাজিক মর্যাদার কথা ভেবে ভুক্তভোগীরা বাধ্য হয়ে অর্থ প্রদান করতেন।
এই ঘটনা আধুনিক প্রযুক্তির অপব্যবহারের ঝুঁকি সম্পর্কে নতুন করে সতর্কতার বার্তা দিচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ ধরনের অপরাধ রোধে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















