ওমানে মহামারির মতোই ছড়িয়ে পড়ছে বিবাহবিচ্ছেদের প্রবণতা। অর্থনৈতিক চাপ ও পারিবারিক অশান্তির কারণে ভাঙন ধরছে সংসারে। এ ঘটনায় গত বছরে ৮৫৩টি বিচ্ছেদ মামলা নথিভুক্ত হয়েছে। যা দেশটির সর্বোচ্চ। চলতি বছরের ৩০ আগস্ট এক প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিক্স (এনসিএসআই)। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ওমানে প্রতিদিন ১০ টির বেশি বিচ্ছেদের ঘটনা ঘটছে। সেই হিসেবে গোটা বছরে ৩ হাজার ২২৬ টি বিবাহ বিচ্ছেদের ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে, ২০২১ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩৭ এ। যা দেশটির ইতিহাসে একক বছরের সর্বোচ্চ রেকর্ড।
প্রতিবেদনে বলা হয়, স্বার্থের সংঘাত, অর্থনৈতিক অনটন, পর নর-নারীতে আসক্ত ও মাদকাসক্ত হয়ে পড়া এবং নারীবাদের উত্থানের প্রবণতা পাশ্চাত্যের অন্ধ কৌশলকে দায়ী করেছেন মাস্কাটের গভর্নর আদনান আল হেসনি।
তিনি আরো বলেন, করোনার ধাক্কায় আয় সংকুচিত হয়েছে বহু মানুষের। তবে সংকটকালের এই আঘাত এখানেই থেমে নেই। অর্থনৈতিক দুর্দশা ভাঙন ধরাচ্ছে বহু সংসারেও। করোনায় সৃষ্ট অর্থনৈতিক সংকটের পাশাপাশি মানসিক ও সামাজিক চাপের কারণে সৃষ্ট পারিবারিক কলহ ডিভোর্স বেড়ে যাওয়ার বড় কারণ বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা।
বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক বন্ধন হ্রাস, বহুগামিতা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, অতিমাত্রায় ভার্চুয়াল জগতে বিচরণ, অর্থনৈতিকভাবে নারীদের শক্ত অবস্থান, পেশাগত উন্নয়ন, আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন, সামাজিক মর্যাদা বৃদ্ধি, শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই বিবাহ বিচ্ছেদ এবং আলাদা থাকার প্রবণতা বাড়ছে। এছাড়া স্বামী-স্ত্রীর মধ্যে বুদ্ধিমত্তার পার্থক্য, তাদের মধ্যে সামাজিক মর্যাদা বা বয়সের বৈষম্যকে দায়ী করছেন অনেকেই।
আরো পড়ুন:
চলন্ত ফ্লাইটে মাঝ আকাশে ২ পাইলটের মারামারি
প্রশিক্ষণের অভাবে দক্ষতায় পিছিয়ে প্রবাসী শ্রমিকেরা
ট্যাক্সি চালকদের জন্য নতুন নির্দেশনা জারী করলো কুয়েত
২০ বছরের প্রবাস জীবন শেষ করে বাক্সবন্দী হয়ে দেশে ফিরবেন আলী!
২৫ দিনে সাড়ে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
