মালয়েশিয়ার অন্যান্য রাজ্যগুলোর মতো পেনাংয়েও সম্প্রতি ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আসা বিদেশি শ্রমিকদের কারণে রোগটির প্রাদুর্ভাব বলে মনে করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। আর তাই এর প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নোংরা ও অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগ ছড়িয়ে পড়ছে। এসব রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) পেনাং রাজ্যের বন্দর সেতিয়া ফনটেইনসের সেতিয়া এক্সপেরিয়েন্স সেন্টারে ম্যালেরিয়া বিষয়ক এক সভায় রাজ্য স্বাস্থ্য পরিচালক ড. মারুফ সুদিন বলেন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, মিয়ানমার, পাপুয়া নিউগিনি, পাকিস্তান, ভারত, নাইজেরিয়া ও কঙ্গো প্রভৃতি দেশগুলো ম্যালেরিয়া কবলিত।
ফলে এ দেশগুলো থেকে আসা শ্রমিকদের সরকারের গৃহীত নীতি মেনে ম্যালেরিয়া স্ক্রিনিংসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করতে হবে বলে জানান ড. মারুফ। এজন্য নিয়োগকর্তাদের তাদের কর্মীদের সম্পর্কে নিকটস্থ জেলা স্বাস্থ্য অফিসে তথ্য সরবরাহ করারও অনুরোধ জানান তিনি।
দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী দাতুক অ্যারন আগো দাগাং সম্প্রতি জানিয়েছেন, ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত সারাওয়াক রাজ্যে ম্যালেরিয়া সংক্রমণ ও ম্যালেরিয়া ভাইরাস শরীরে বহন করে মালয়েশিয়ায় প্রবেশকারী ৭ হাজার ২৯১ জন অভিবাসীর মধ্যে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।
উপ-স্বাস্থ্যমন্ত্রী বলেন, অভিবাসী শ্রমিকদের ক্ষেত্রে বৃক্ষরোপণ, খনি, নির্মাণ এবং অন্যান্য খাতে সরকারি বা বেসরকারি সংস্থাগুলোকে ভূমিকা পালন করতে হয়। সারাওয়াকে কর্মরত বিদেশি কর্মীদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত নীতি অনুসারে শ্রমিকদের ম্যালেরিয়া স্ক্রীনিংসহ একটি মেডিক্যাল পরীক্ষা করতে হবে বলেও নির্দেশনা দেন তিনি।
আরো পড়ুন:
কাতার যাওয়ার পথে মারা গেলেন হাদিউল হক
বাংলাদেশকে ১৮ টি দামী ঘোড়া উপহার দিলো কাতার
বিমানবন্দরে প্রবাসীকে চর মারার ঘটনায় কাস্টম কর্মকর্তা বরখাস্ত
ওমানে আবহাওয়া নিয়ে ভুল তথ্য দিলে ৫০ হাজার রিয়াল জরিমানা!
ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
