মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে গত সাত বছর ধরে চলছে গৃহযুদ্ধ। ইরান সমর্থিত হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকারের মধ্যে এ যুদ্ধ চলছে। যুদ্ধের ভয়াবহতা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে চার মাস আগে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে চার মাসের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। ২ অক্টোবর এ চুক্তির মেয়াদ শেষ হয়।
এতে ফের যুদ্ধের ভয়াবহতা শুরুর আশঙ্কায় পড়েন সাধারণ মানুষ। তবে আপাতত স্বস্তি পাচ্ছেন তারা। কারণ ইয়েমেনের বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে। সোমবার (১-আগস্ট) তাদের মধ্যে এ চুক্তি হয়। নতুন এই চুক্তি অনুযায়ী আগামী ২ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের হামলা না চালাতে সম্মত হয়েছে উভয়পক্ষ। ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের দূত হ্যানস গ্রুন্ডবার্গ যুদ্ধ বিরতির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ যুদ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষ কথা দিয়েছে দ্রুত সময়ের মধ্যে আরও দীর্ঘ মেয়াদী চুক্তি করতে নিজেদের মধ্যে আলোচনা করবে।
এদিকে, ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানিয়েছে ওমান। উল্লেখ্য: ইয়েমেনে সাত বছর ধরে চলা গৃহযুদ্ধ অবশেষে ওমানের মধ্যস্থতায় অবসানের দ্বারপ্রান্তে। দেশটিতে উঁকি দিচ্ছে শান্তির সূর্য। ওমানের এমন উদ্যোগের প্রশংসা করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইয়েমেনি সংকট সমাধানের লক্ষ্যে সৌদি আরব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার পাশাপাশি সানা সফরের সময় ওমানী প্রতিনিধি দলের সাথে ফলপ্রসূ আলোচনার কথা জানিয়েছে ওমান। শীঘ্রই দেশটিতে শান্তি ফিরে আসবে এমন প্রত্যাশা করছে ওমান।
আরো পড়ুন:
বিমানবন্দরে প্রবাসীদের ‘ভিআইপি’ সেবা দেওয়ার দাবি
দীর্ঘ ছয় মাস পর আমিরাতে কমল জ্বালানি তেলের দাম
ওমানের মাস্কাটে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা সহ এক নারী যাত্রী আটক
নিষিদ্ধ মাদক পাওয়ায় জাকার্তা থেকে বাংলাদেশি কূটনীতিক প্রত্যাহার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
