দুই মাস বন্ধ থাকার পর ফের চালু হলো ই-পাসপোর্টের কার্যক্রম। ২৭ জুলাই ই-পাসপোর্ট ও ই-গেটের প্রকল্প পরিচালকের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, একজন গ্রাহক ই-পাসপোর্টের ৪৮ অথবা ৬৪ পাতার যে কোনো একটি বইয়ের জন্য আগের নিয়মে আবেদন করতে পারবেন। ৫ বছর মেয়াদের ৪৮ পাতার ই-পাসপোর্ট ‘রেগুলার ডেলিভারি’ ক্যাটাগরিতে ১৫ কার্যদিবসের পেতে লাগবে ৪০২৫ টাকা।
এক্সপ্রেস ডেলিভারি’তে সাত দিনের মধ্যে পেতে ৬৩২৫ টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি’তে ২ কার্যদিবসের মধ্যে পেতে জমা দিতে হবে ৮৬২৫ টাকা। তবে আবেদনকারীকে সুপার এক্সপ্রেস ডেলিভারির আবেদন করতে হলে আবেদনের আগেই নিজ দায়িত্বে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে।
এমআরপি ও ই-পাসপোর্ট উভয় ফি’র সঙ্গে ভ্যাট যুক্ত রয়েছে। অন্যদিকে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা রেগুলার ডেলিভারির জন্য আবেদন করলেও স্বয়ংক্রিয়ভাবে তারা এক্সপ্রেস ডেলিভারির সুবিধা পাবেন। এর আগে গত ২৯ মে ৬৪ পাতার ই-পাসপোর্ট বই ইস্যু বন্ধ করে দেয় পাসপোর্ট অধিদপ্তর। তবে কেনো বন্ধ করা হয়েছিলো তা এখনো জানা যায়নি।
আরো পড়ুন:
তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত প্রবাসী কল্যাণমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ভিসা নবায়নে জটিলতা
উন্মুক্ত স্থানে সূর্যের আলোয় কাজ করায় নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত
সৌদি আরবে এক সপ্তাহে ১১ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার
পাকিস্তান হাইকমিশনে বাংলাদেশের পতাকা বিকৃতি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
