যাত্রীবাহী একটি বিমান ক্র্যাস-ল্যান্ডিংয়ের পর উল্টে গেছে। সোমবার এই ঘটনা ঘটেছে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বিমানবন্দরে । এ সময় বিমানটিতে আগুন ধরে গেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ৩০ জনের বেশি যাত্রী এবং ক্রু। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মোগাদিসু বিমানবন্দরের কাছ থেকে ধারণ করা এই ঘটনার একটি নাটকীয় ভিডিও ফুটেজে দেখা যায়, বিমান বিধ্বস্তের স্থান থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে। পরে বিমানবন্দরের অগ্নিনির্বাপক কর্মীরা বিমানের আগুন নিভিয়ে ফেলেন এবং ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে বিমানটিকে উল্টে থাকতে দেখা যায়।
দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, বিধ্বস্ত বিমানটি জুব্বা এয়ারওয়েজের এবং এটি বাইদোয়া শহর থেকে রাজধানী মোগাদিসুতে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছিল। বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্র্যাস-ল্যান্ডিংয়ের পর উল্টে যাওয়া বিমানের সব আরোহী এবং ক্রুকে উদ্ধার করা হয়েছে। তবে বিমানটির বিধ্বস্তের কারণ এখনও পরিষ্কার নয়।
এর আগে গত ১৭ জুলাই পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে ভারতীয় বিমান সেবাদাতা সংস্থা ইন্ডিগোর এই ফ্লাইট। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহ থেকে যাত্রীদের নিয়ে ইন্ডিগোর একটি ফ্লাইট ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদে যাচ্ছিল। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি অবতরণ করে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে।
এই নিয়ে গত দু’সপ্তাহে দ্বিতীয় কোনো ভারতীয় বিমান সংস্থার ফ্লাইট জরুরি অবতরণ করল করাচির বিমানবন্দরে। পরে ইন্ডিগোর পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে ইন্ডিগো আরও জানায়, ‘শারজাহ থেকে হায়দ্রাবাদে আসার সময় ৬ই-১৪০৬ (6E-1406) ফ্লাইটটিতে যান্ত্রিক গোলযোগের বিষয়টি টের পান পাইলট। পরিস্থিতি বিবেচনায় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগের পর তিনি ফ্লাইটটিকে ঘুরিয়ে করাচিতে নিয়ে যান।’
ভারতীয় এই বিমান সংস্থার দাবি, সতর্কতামূলকব্যবস্থা হিসেবে ফ্লাইটটিকে করাচিতে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া করাচিতে অন্য একটি বিমান পাঠিয়ে যাত্রীদের হায়দ্রাবাদে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছে ইন্ডিগো। এর আগে গত ৫ জুলাই স্পাইস জেটের একটি ফ্লাইটে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছিল। সেটিও একই কায়দায় ঘুরিয়ে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হয়। দুবাই থেকে স্পাইস জেটের বি-৭৩৭ বোয়িং বিমানটি যাত্রীদের নিয়ে দিল্লি নামার কথা ছিল। কিন্তু মাঝ আকাশে বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ায় পাইলট নিরাপদে বিমানটিকে করাচি বিমানবন্দরে অবতরণ করেন। পরে অন্য এক বিমানে যাত্রীদের দিল্লি ফিরিয়ে আনা হয়।
আরো পড়ুন:
অসুস্থ রেমিট্যান্স যোদ্ধার পাশে দাঁড়ালো দূতাবাস
প্রবাসীদের জন্য যেসব পেশা নিষিদ্ধ করলো ওমান
ভিসা ছাড়াই ৪১ টি দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে পাত্তা-ই দিলোনা সৌদি আরব!
দেশে জ্বালানী সংকট, মসজিদের এসি বন্ধ রাখার নির্দেশ দিলো সরকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
