ডলারের রিজার্ভ নিরাপদ রাখতে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কারণে ১০৮০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। আর সেই ঘাটতি পোষাতে মসজিদগুলোর এসি বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
বর্তমান পরিস্থিতিকে যুদ্ধাবস্থার সঙ্গে তুলনা করে জ্বালানি উপদেষ্টা বলেন, ৮টার পর দোকানপাট বন্ধ থাকবে। কেউ খোলা রাখলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মসজিদে এসি ব্যবহার বন্ধ থাকবে। সরকারি অফিসের সময় কমানো ও সভা অনলাইনে করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বৈঠকে অফিস আওয়ার এগিয়ে আনা, যানবাহনে জ্বালানি সাশ্রয় করতে কর্মকর্তাদের গাড়ি ব্যবহার কমানোর বিষয়ে আলোচনা করা হয়েছে। একাধিক কর্মকর্তার জন্য পৃথক গাড়ি ব্যবহার না করে কয়েকজন মিলে একটি গাড়ি ব্যবহার করা যায় কিনা তার সম্ভাব্যতা যাচাই করার সিদ্ধান্ত হয়েছে। একান্ত অপরিহার্য না হলে সব বৈঠক ভার্চুয়াল করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিপিসিকে মোট আমদানির ২০ শতাংশ কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি দীর্ঘমেয়াদি নয়। কালকে (মঙ্গলবার) থেকে এসব সিদ্ধান্ত কার্যকর করব। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, লোডশেডিংয়ের সময় আগে থেকে গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে।
তবে লোডশেডিং কোথাও টানা দুই ঘণ্টা করা হবে না। দিনের ২৪ ঘণ্টার মধ্যে আধা ঘণ্টা করে সব মিলিয়ে দুই ঘণ্টা করা হতে পারে বলে বৈঠক সূত্রে জানা গেছে। প্রতিমন্ত্রী বলেন, সাময়িক লোডশেডিংয়ের সময় সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে। এ ছাড়া অফিসের সময় কমানো যায় কিনা, সে বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনো চূড়ান্ত হয়নি।
বৈঠকে দেশে ডিজেলে বিদ্যুৎ উৎপাদনও স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ছাড়া সংকট সমাধানে আপাতত করোনা মহামারির সময়ের মতো ‘হোম অফিস’ চালু করা, অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনাসহ বেশ কিছু পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ বিভাগে সুপারিশ পাঠানো হবে বলেও জানান নসরুল হামিদ।
আরো পড়ুন:
সৌদি-যুক্তরাষ্ট্র ১৮ চুক্তি স্বাক্ষর
ওমান যেতে ভিসা লাগবে না ‘বিশেষ’ পাসপোর্টধারীদের
প্রবাসীদের উপর দুইশতাধিক পেশা নিষিদ্ধ করলো ওমান
আরব সাগরে শক্তিবৃদ্ধি নিম্নচাপ, ওমানে সর্বোচ্চ সতর্কতা জারী
বাংলাদেশে সমরাস্ত্র নিয়ে আসার পথে গ্রিসে কার্গো বিমান বিধ্বস্ত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
