শুক্রবার সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের জ্বালানি, বিনিয়োগ, যোগাযোগ, মহাকাশ, আইসিটি, স্বাস্থ্যসেবা সহ মোট ১৮টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার জানিয়েছে, চুক্তিগুলির মধ্যে মার্কিন মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা বোয়িং এবং রেথিয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবা সংস্থাগুলি মেডট্রনিক, ডিজিটাল ডায়াগনস্টিকস এবং আইকিউভিআইএর সঙ্গে চুক্তি রয়েছে। এছাড়াও ক্লিন এনার্জি প্রকল্প, পারমাণবিক শক্তি এবং ইউরেনিয়াম নিয়েও চুক্তি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি সফরকালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ এর আলোকে এসব চুক্তি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। বাইডেন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার চারদিনের জন্য মধ্যপ্রাচ্য সফরে গেছেন। সফরের দ্বিতীয় দিন ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের সঙ্গে ইরানবিরোধী ঘোষণায় স্বাক্ষর হয়। এতে বলা হয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থামাতে ইসরাইলকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাবে ওয়াশিংটন।
আরো পড়ুন:
জুয়ার টাকার জন্য প্রবাসীর স্ত্রী ও ছেলেকে খুন!
সৌদি আরবে পুনরায় ভিক্ষা করছেন সেই মতিয়ার
চারদিনের রাষ্ট্রীয় সফরে মধ্যেপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট
গরমের তীব্রতা থেকে বাঁচতে মহানবী (সা.) এর উপদেশ
ওমানে ভারী বর্ষণ, হেলিকপ্টারের সাহায্যে চলছে খাদ্য বিতরণ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
