প্রবল বৃষ্টিতে ওমানের বেশিরভাগ প্রদেশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ) ও রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। এ অবস্থায় দেশটির সকল নাগরিকদের সতর্কতা অবলম্বন করা এবং উপত্যকা অতিক্রম না করার আহ্বান জানিয়েছে।
সিডিএএ জানিয়েছে, আগামী দিন দেশটিতে বৃষ্টিসহ বজ্রঝড়ের সম্ভাবণা রয়েছে। এ অবস্থায় দেশটির নাগরিক, বাসিন্দা এবং দর্শনার্থীদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়।
উপত্যকা পরাপার না হওয়ায়, ঝুঁকি নিয়ে স্রোতের বিপরীদে না যাওয়া, বৈদ্যুতিক তার থেকে দুরে থাকা এবং সৈকতে সাঁতার না করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও চলমান পরিস্থিতিতে শিশুদের সর্বাক্ষণ নিরাপদ স্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের এ অবস্থায় কোন নাগরিক বাসার বাহিরে বের হলে অবশ্যই আবহাওয়া বুলেটিন দেখে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রয়্যাল ওমান পুলিশ সবাইকে নিজেদের সম্পত্তি সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে। আগামী দিনগুলিতে প্রবল বজ্রপাতের কারণে ঝুঁকিপূর্ণ স্থানগুলি থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। এছাড়াও ঝুঁকি নিয়ে গাড়িচালকদের উপত্যকা অতিক্রম না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরো পড়ুন:
মালয়েশিয়ায় রামদার কোপে বাংলাদেশি নিহত
সদ্য বিদায়ী অর্থবছরে রেমিট্যান্স কমলো ৩৫ হাজার কোটি টাকা
মাসের পর মাস গেলেও কর্মী যাচ্ছেনা মালয়েশিয়ায়
১১ মাস ধরে আশংকাজনক হারে কমছে রেমিট্যান্স
ব্যবস্থাপনায় বিশ্বের দ্বিতীয় শীর্ষ বন্দর ওমানের সালালাহ পোর্ট
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
