চলতি মাসেই মালয়েশিয়া থেকে ফিরতে হবে সকল অবৈধ অভিবাসীদের। ৩০ জুনের পর কোনো আপস করা হবে না, সেই সাথে সময় বাড়ানোরও আর কোনো সুযোগ থাকছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন, দেশটির স্বারাষ্ট্রমন্ত্রী হামজাহ জায়নুদিন।
শনিবার ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, চলতি বছরের ২৩ জুন পর্যন্ত ২,৮২,৫৮১ জন অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরে যেতে নিবন্ধিত হয়েছিলেন। এর মধ্যে এখন পর্যন্ত ২,৪৩,২৭৯ জন অবৈধ অভিবাসী তাদের নিজ নিজ দেশে ফিরে গেছেন। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি ফেরত গেছেন তা নির্দিষ্ট করে বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী।
অবৈধ অভিবাসীদের দেশে ফেরত বা কাজ করার সুযোগ (রিক্যালিব্রেসি কর্মসূচি) দিতে গত বছর এই কর্মসূচি চালু করা হয়েছিল। গত বছরের ডিসেম্বরে বন্ধ হয়ে যাওয়া ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন প্রোগ্রামের অধীনে মোট ৪১৮,৫২৪ জন অবৈধ অভিবাসী দেশে কাজ করার জন্য অর্থাৎ বৈধ হওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলছেন, অবৈধ অভিবাসীদের ৩০ জুনের আগেই দেশে ফিরে যাওয়ার জন্য নিবন্ধনের সুযোগটি কাজে লাগানো উচিত। কারণ, এরই মধ্যে জারি করা নির্দেশাবলী যদি কেই গ্রহণ করতে না চায়, সেক্ষেত্রে অবৈধ অভিবাসী ও তাদের নিয়োগ কর্তাদের গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া হবে। এছাড়াও, এই বছরের প্রথম পাঁচ মাসে মোট ১ বিলিয়ন রিঙ্গিত সফলভাবে সংগ্রহ করা হয়েছে, জানালেন, স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জায়নুদিন।
আরো পড়ুন:
কুয়েতে সিলেট প্রবাসীদের উদ্যোগে চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম
ওমান সাগরে তীব্র ঢেউ, সতর্কতা জারী করলো সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স
বিদেশ যাওয়ার সময় ওষুধ নিতে প্রবাসীদের সতর্ক হওয়ার আহ্বান
পদ্মাসেতু ৫৭টি বুর্জ খলিফার সমান!
ইরাকে বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ না দিলে লাশ পাঠানোর হুমকি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
