লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ১৪২ বাংলাদেশি প্রবাসী। শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ৯টায় আইওএম’র ভাড়া করা লিবিয়ার বোরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এক বিজ্ঞপ্তিতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, দেশে প্রত্যাবাসনের জন্য আইওএম’র কাছে পর্যায়ক্রমে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। এরই প্রেক্ষিতে আইওএম’র একটি চার্টার্ড ফ্লাইটে ডিটেনশন ক্যাম্পে আটকদের মধ্যে দ্বিতীয় দফায় আরও ১৪২ জন বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করা হয়।
বাকিদেরও দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠাতে দূতাবাসের পক্ষ থেকে প্রচেষ্টা চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর একদিন আগে অর্থাৎ গত বৃহস্পতিবার একই ভাবে দেশে ফিরেছেন আরও ১৬০ জন বাংলাদেশি। বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে পাঠানো হয়েছে।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক প্রবাস টাইমকে বলেন, রাত সাড়ে নয়টায় বোরাক এয়ারের একটি ফ্লাইটে ১৪২ জন বাংলাদেশী প্রবাসী দেশে ফিরেন। এদিকে গত এক সপ্তাহে লিবিয়া থেকে দেশে ফিরেছেন প্রায় পাঁচশোর মতো বাংলাদেশী অভিবাসী।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
