ঘটনা চার বছর আগের। বাংলাদেশের তিন তরুণীকে দুবাইয়ের একটি যৌনপল্লি থেকে উদ্ধার করে সেখানকার বাংলাদেশ দূতাবাস। এ ঘটনায় মামলা হয়। তদন্ত শেষে আসামিদের অব্যাহতি চেয়ে ২০১৯ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় রাজধানীর পল্টন থানা-পুলিশ। কিন্তু পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তে দেখা যাচ্ছে পল্টন পুলিশ যাদের অব্যাহতি চেয়েছে তারা মূলত আন্তর্জাতিক নারী পাচারচক্রের সদস্য। ফাঁদে ফেলে বাংলাদেশের মেয়েদের দুবাইসহ বিভিন্ন দেশের পতিতা পল্লীতে বিক্রি করে দেয় তারা।
মামলার এজাহারে ভুক্তভোগী এক তরুণীর বাবা বলেন, তাঁর মেয়েকে দুবাইয়ের একটি হাসপাতালে চাকরি দেয়ার কথা বলে ২০১৮ সালে দুবাই পাঠায়। পৌঁছানোর পরদিন ওই তরুণীকে একটি ভবনে নিয়ে যাওয়া হয়। পরে মাঈন উদ্দিন নামে এক ব্যক্তি তাঁকে দুবাইয়ের একটি অপরাধী চক্রের কাছে বিক্রি করে দেন। এরপর সেখানে মেয়েটির ওপর যৌন নির্যাতন চালানো হয়।
খবর পেয়ে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন তাঁর বাবা। পরে ওই তরুণীসহ চারজনকে উদ্ধার করে ২০১৮ সালের ১৭ ডিসেম্বর বাংলাদেশে পাঠিয়ে দেন দূতাবাসের কর্মকর্তারা। পরে এ ঘটনায় মহসিন ও মাইনউদ্দিনের নামে মামলা করেন মেয়েটির বাবা। কিন্তু পল্টন থানার পুলিশ এই আসামীদের অব্যাহতির জন্য আদালতে আবেদন করে। কিন্তু পরে উচ্চতর তদন্তের জন্য মামলাটি পিবিআইতে পাঠানো হয়।
আদালতে জমা দেওয়া দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ফকির মুহাম্মদ মনোয়ার হাসান বলেন, এক নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে দুবাইয়ের যৌনপল্লি থেকে চারজনকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইর পরিদর্শক মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, বাংলাদেশি ওই তরুণীকে পাচার করা হয়েছিল। পরে তাঁকে আন্না নামের ভারতীয় এক নাগরিকের কাছে বিক্রি করে দেওয়া হয়। পরে ওই তরুণী ভয়াবহ নির্যাতনের শিকার হন।
পিবিআইর বলছে, মহসিন আলী ও মাঈন উদ্দিন আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য। তাঁরা বাংলাদেশের নারীদের দুবাইয়ে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে সেখানে নিয়ে যান। পরে দুবাইয়ের বিভিন্ন যৌনপল্লিতে তাঁদের বিক্রি করে দেন। ভ্রমণ ভিসায় ভুক্তভোগী তরুণীকে দুবাই পাঠানো হয়েছিল। তরুণীর পরিবারের কাছ থেকে তাঁরা দুই লাখ টাকা নিয়েছিলেন। আবার তাঁকে বিক্রি করে ভারতীয় নারীর কাছ থেকে ছয় লাখ টাকা নেন।” অথচ এমন অপরাধীদের ব্যাপারে অব্যাহতি চেয়ে ২০১৯ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় রাজধানীর পল্টন থানা-পুলিশ।
আরো পড়ুন:
১৩ ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিলো ওমান
ওমানে পাথর ধ্বসের পর এবার মাটিধসে এক প্রবাসী নিহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
