বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত বেশকিছু নতুন ভ্যাকসিনের তালিকা প্রকাশ করেছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার (২৩-মার্চ) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এবং পুরনো সহ বর্তমানে ওমান সরকার অনুমোদিত টিকার মধ্যে রয়েছে: এস্ট্রেজেনেকা, ফাইজার, মডার্না, সিনোফার্ম, সিনোভ্যাক, ভারত বায়োনটেক, কনসিনোবায়ো, নোভাভ্যাক্স, স্পুটনিক ভি, জনসন অ্যান্ড জনসন এবং স্পুটনিক লাইট। মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ডোজ কমপক্ষে ১৪ দিনের ব্যবধানে প্রদান করতে পারবে।
একইসাথে এখন থেকে উপরে উল্লেখিত ভ্যাকসিন নিয়েও ওমান প্রবেশ করতে পারবেন প্রবাসীরা। বর্তমানে ওমান সরকার অনুমোদিত মোট করোনা ভ্যাকসিনের সংখ্যা ১১ টি। যার মধ্যে ৯টির ২ ডোজ নিতে হবে এবং জনসন অ্যান্ড জনসন ও স্পুটনিক লাইট এর একটি ডোজ নিলেই হবে।
এদিকে, প্রবাসীদের বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করছে দেশটির উত্তর আশ শারকিয়াহ প্রদেশ। অত্র অঞ্চলের দুইটি মেডিকেল ফিটসেন সেন্টারে প্রতি মঙ্গলবার চলবে এই কার্যক্রম। এক বিজ্ঞপ্তিতে উত্তর আশ শারকিয়াহ প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, “দ্রুত প্রবাসীদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে মূলত এটি শুরু করা হয়েছে। প্রতি মঙ্গলবার মুধাইবি মেডিকেল ফিটনেস সেন্টার ও ইব্রা মেডিকেল ফিটনেস সেন্টার চলবে এই কার্যক্রম।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
