ওমানে খণ্ডকালীন কাজের সুযোগ তৈরি করতে নতুন আইন জারী করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। দেশটিতে কর্মীদের খণ্ডকালীন বা পার্ট টাইম কাজের সুযোগ তৈরি করতেই এই নিয়োগ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
নতুন নিয়োগে যে সকল নাগরিক আবেদন করতে পারবেন তাদের অবশ্যই মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও তাদের বিভিন্ন কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

নতুন নিয়োগে স্নাতকোত্তর পাশে ৬ জন, স্নাতক যোগ্যতা থাকা ১২৯ জন, ডিপ্লোমা যোগ্যতায় ৭১ জন, মাধ্যমিক পাশে ৬১ জন এবং সাধারণ শিক্ষা ডিপ্লোমা পাশে ৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
শ্রম মন্ত্রণালয় ঘোষিত তারিখ থেকে পরবর্তী ৩ সপ্তাহ পর্যন্ত নিয়োগে নিবন্ধন করতে পারবে নাগরিকরা। এই সুযোগটি কেবলমাত্র ওমানি নাগরিকদের জন্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরো পড়ুনঃ
- যেসব ভিসার ফি কমালো ওমান
- বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতাকর্মী নিতে চায় রোমানিয়া
- সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
- ইউক্রেনের বাঙ্কারে আটকা পড়েছে ২ বাংলাদেশি শিক্ষার্থী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















