করোনা প্রতিরোধে হোটেল প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে নতুন সার্কুলার জারি করেছে দেশটির পর্যটন মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ”চলতি মাসে ওমানে ব্যাপক হারে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণের হার।
এই সংক্রমণ কমিয়ে নিয়ে আসতে ও সুপ্রিম কমিটির দেওয়া নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের সকল হোটেল প্রতিষ্ঠান পরিচালনার নতুন সার্কুলার জারি করা হয়েছে। নতুন নিয়মে জানানো হয়েছে যে, দেশের সকল পর্যটন খাতে কর্মরত হোটেলকে অবশ্যই সুপ্রিম কমিটির দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এই সাথে হোটেলের ধারণ ক্ষমতার ৭০ শতাংশ পর্যটন রাখতে পারবে হোটেল কর্তৃপক্ষ। এছাড়াও হোটেলে থাকা সকল পর্যটন ও কর্মচারীদের অবশ্যই ওমানের অনুমোদিত করোনা ভ্যাকসিন নেওয়া থাকতে হবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
