মানি-লন্ডারিং এবং সন্ত্রাসবাদে অর্থায়ন ঠেকাতে স্বর্ণ এবং যে কোন মূল্যবান পাথর বেচাকেনায় ব্যবসায়ীদের সতর্ক থাকার আহবান জানিয়েছে ওমানের অর্থ রেগুলেটরি মন্ত্রনালয়।
মন্ত্রনালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে কোন স্বর্ণ অথবা ডায়মন্ড ধরণের মূল্যবান পাথর কেনাকাটায় লেনদেনের সময় ক্রেতা ও বিক্রেতার ব্যক্তিগত আইডি বা পরিচয় পত্র দেখাতে হবে। তাদের আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক।
একটি বিবৃতিতে বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয় (এমওসিআইআইসি) বলেছে – স্বর্ণ, গহনা, মূল্যবান ধাতু এবং পাথরের ক্রয় ও বিক্রয়ের জন্য বাণিজ্যিক লেনদেনে আইডি কার্ড দেখানো এবং তা এন্ট্রি রাখা বাধ্যতামূলক।
বিবৃতিতে আরও বলা হয়েছে – অ্যান্টি-মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকান্ডে অর্থ যোগান বন্ধ করতে নতুন এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তাই এখন থেকে সকল গ্রাহক ও ব্যবসায়ীকে স্বর্ণ, গহনা, মূল্যবান ধাতু পাথর ক্রয় এবং বিক্রয়ের জন্য অবশ্যই নিজেদের আইডি কার্ড দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















