ওমানের মাস্কাট প্রদেশের আল আমরাত নামক এলাকার একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজনকে উদ্ধার করেছে দেশটির দমকল বাহিনী। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মাস্কাটের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স ডিপার্টমেন্টের অগ্নিনির্বাপক দলগুলি বাড়ির আগুন নিয়ন্ত্রণে এনেছে। উদ্ধারকৃতরা সকলেই সুস্থ আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় ওমানের রুস্তাক হাসপাতালের রোগী দেখার নতুন সময়সীমা নির্ধারণ করেছে দেশটির দক্ষিণ আল বাতিনার রুস্তাক হাসপাতাল কর্তৃপক্ষ। আজ এক প্রজ্ঞাপনে কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে এবং রোগীর নিরাপত্তার স্বার্থে রুস্তাক হাসপাতাল নতুন সিদ্ধান্ত জারি করেছে। এখন থেকে হাসপাতালে ভর্তি রোগীর সাথে তাদের আত্মীয়-স্বজনরা সাক্ষাতের জন্য মাত্রা ১৫ মিনিট সময় পাবে। এছাড়াও বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রোগীদের দেখতে আসতে পারবে স্বজনরা।
অপরদিকে ওমানে আগামী দুইদিন দেশটির সকল প্রদেশেই কমবে তাপমাত্রা। দেশটির উন্মুক্ত অঞ্চল ও মরুভূমিতে ধুলো ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। আজ এক বিবৃতিতে অধিদপ্তর জানিয়েছে, “আজ সন্ধ্যা থেকে আগামী দুই দিন ওমানের বিভিন্ন প্রদেশে কমবে তাপমাত্রা। দেশটির বিভিন্ন মরুভূমি এলাকায় ধুলো ঝড় হবার সম্ভাবনা রয়েছে। এই সময় সকল নাগরিকদের আবহাওয়া বার্তা জেনে বের হবার আহ্বান জানিয়েছে অধিদপ্তর।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
