ওমানে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের অপরাধে প্রায় অর্ধশত প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, ৩৫ কেজি মাদক দ্রব্য সহ মাস্কাট থেকে ৫ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে সাগর পথে অবৈধভাবে ওমান প্রবেশের সময় আরো ৪৫ জনকে গ্রেফতার করেছে উত্তর আল বাতিনাহ গভর্নর কোস্ট গার্ড পুলিশ। গ্রেফতারকৃতরা সকলেই এশিয়ান নাগরিক হলেও তারা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
