ওমানে পার্ট টাইম কাজের অনুমতি শুধুমাত্র ওমানি নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কোনো প্রবাসী নাগরিকদের এখন থেকে আর পার্ট-টাইম কাজের অনুমতি দেওয়া হবে না। দেশটির শ্রম মন্ত্রণালয় সম্প্রতি এমন সিদ্ধান্ত জারি করেছে।
ওমানের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্রে জানাগেছে, এখন থেকে ওমানে অস্থায়ী কাজ বা পার্ট টাইম কাজ কেবলমাত্র ১৫ বছরের বেশি বয়সী ওমানি নাগরিকরাই করতে পারবে। কোনো ভাবেই প্রবাসীরা পার্ট টাইম কাজের সুযোগ পাবেন না।
সুলতান কাবুস কুইজের ফলাফলঃ https://old.probashtime.net/sq/
ওমানি নাগরিকদের কাজের সুবিধার্থে প্রতিষ্ঠানের মানসম্মত বেতন কাঠামো হতে হবে। সেইসাথে সঠিক কাজের সময় ও পরিবেশ থাকলেই কেবলমাত্র ওমানি নাগরিকদের পার্ট-টাইমের জন্য নিয়োগ দেওয়ার অনুমতি পাবে।
দেশটির শ্রম মন্ত্রী ডঃ মাহাদ বিন সাইদ বিন আলী ভাওয়াইন বলেন, ”দেশের সকল ক্ষেত্রে ওমানি করণের পরিকল্পনার অংশ হিসেবে মন্ত্রীপরিষদ নতুন সিদ্ধান্তটি জারি করেছে। নতুন শ্রম আইনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্তে জারি করা নিবন্ধে বলা হয়েছে যে, পার্ট-টাইমে নিয়োগকর্তারা শুধুমাত্র চাকরী প্রার্থী, অবসরপ্রাপ্ত, উচ্চ শিক্ষার শিক্ষার্থী বা খণ্ডকালীন কর্মব্যবস্থায় বেসরকারি খাতে কর্মরতদের নিয়োগ করতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
