ওমানের সরকারী খাতে জুলাই মাসে প্রবাসী শ্রমিকের সংখ্যা কমেছে প্রায় ১৫.১ শতাংশ বা ৭,৯০৪ জন। গত জুন মাসে দেশটির সরকারী খাতে প্রবাসী শ্রমিকের সংখ্যা ছিলো ৫২ হাজার ৪৬২ জন। যেখানে একমাসে দেশটির সরকারী খাতে প্রবাসীর সংখ্যা ৪৪ হাজার ৫৫৮ জন।
আরো পড়ুনঃ ওমানে বিভিন্ন অপরাধে শুক্রবার বহু প্রবাসী গ্রেফতার
ওমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্যকেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বরের শেষে দেশটির সরকারী খাতে প্রবাসী শ্রমিকের সংখ্যা ছিল ৫৪ হাজার ৬৮৭ জন। দেশটিতে বেসরকারি খাতে প্রবাসী শ্রমিকের সংখ্যা বর্তমানে ১২ লাখ ৫৯ হাজার ৮১৪ জন। এই খাতটিতেও প্রতিমাসে প্রবাসী শ্রমিকের সংখ্যা কমে আসছে। গত মাসের চেয়ে প্রায় ৩১ হাজার ১০১ জন বা ২.৫ শতাংশ প্রবাসী এই মাসে বেসরকারি খাত থেকে কমে দাঁড়িয়েছে। এছাড়াও দেশটির পারিবারিক খাতে কর্মরত প্রবাসীদের সংখ্যা প্রায় ৮ হাজার ৮০৯ জন বা ৩.২ শতাংশ কমেছে গত মাসের চেয়ে। গত জুন মাসে দেশটির পারিবারিক-খাতে কর্মরত প্রবাসীর সংখ্যা ছিলো ২ লাখ ৭৭ হাজার ৬০৭ জন। জুলাই মাসে এসে দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ৭৯৮ জন।
আরো পড়ুনঃ স্ত্রী তালাক দেওয়ায় ওমানে আত্মহত্যা করলেন প্রবাসী
দেশটিতে বর্তমানে কর্মরত বাংলাদেশি নাগরিক সংখ্যা ৫ লাখ ৯০ হাজার 8৪৮ জন। পাকিস্তানি নাগরিকের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৬২৬ জন, ফিলিপাইনের নাগরিকদের সংখ্যা ৪৬ হাজার ৫৩১ জন। ভারতীয় প্রবাসীর সংখ্যা ৫ লাখ ৪২ হাজার ৯১ জন। দেশটিতে গত একমাসে প্রবাসীর সংখ্যা কমেছে ৪৭ হাজার ৮১৪ জন। বর্তমানে দেশটিতে প্রবাসীর সংখ্যা ১৫ লাখ ৪২ হাজার ৬৯ জন।
আরো দেখুনঃ এক ক্লিকেই ওমানের সব খবর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
