কর্ম ব্যস্ততা ফিরছে মাস্কাট এয়ারপোর্টে, বৃহস্পতিবার (২০-আগস্ট) একদিনেই মাস্কাট এয়ারপোর্ট ৬০ টি ফ্লাইট পরিচালনা করেছে। এই দিনে বিশ্বের বিভিন্ন দেশথেকে ওমানের মাস্কাট আন্তর্জাতিক এয়ারপোর্টে ২৯ টি ফ্লাইট এসেছে। মাস্কাট এয়ারপোর্টের তথ্য অনুসারে, বৃহস্পতিবার ১০ টি দেশ থেকে ২৯ টি ফ্লাইট মাস্কাট বিমানবন্দরে এসেছে। তফসিল অনুসারে বৃহস্পতিবার মাস্কাট বিমানবন্দর থেকে ৩১ টি ফ্লাইট বিশ্বের বিভিন্ন দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
আরো পড়ুনঃ ওমান থেকে দেশে ফিরলেন আটকেপড়া দুই শতাধিক প্রবাসী (ভিডিও)
তথ্য অনুসারে বৃহস্পতিবার ভারতের মুম্বাই, দিল্লি, কান্নুর, কোচিন, অমৃতসর থেকে আসবে পাঁচটি ফ্লাইট। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, শারজাহ ও দুবাই থেকে আসবে ছয়টি ফ্লাইট। কাতার থেকে আসবে চারটি ফ্লাইট এবং সৌদিআরব থেকে আসবে দুটি ফ্লাইট।
আরো পড়ুনঃ ওমানে অপহরণের অভিযোগে ৫ প্রবাসী গ্রেফতার
এ ছাড়া বাহরাইন, উগান্ডা, বাংলাদেশ থেকে আসবে একটি করে ফ্লাইট এবং লন্ডন ও জর্জিয়া থেকে আসবে দুটি ফ্লাইট। এছাড়াও ওমানের অভ্যন্তরে চলবে চারটি ফ্লাইট। প্রত্যেকটি ফ্লাইটের সময়সূচী জানার জন্য নিচের লিংকটিতে প্রবেশ করতে বলা হয়েছে মাস্কাট এয়ারপোর্ট থেকে।
লিংকটি: https://www.muscatairport.co.om
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
