ওমানে অপহরণের অভিযোগে ৫জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। বৃহস্পতিবার আরওপি তাদের অনলাইনে জারি করা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ওমানের দক্ষিণ আল শারকিয়াহ অঞ্চলে ৫জন এশিয়ান নাগরিক তাদের একই দেশের আরেক প্রবাসীকে অপহরণের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। আরওপি আরো জানিয়েছে যে, এই ৫জন প্রবাসী তাদের স্বদেশীকে অপহরণ করে মোটা অংকের মুক্তিপণ দাবী করেছিলো তার পরিবারের কাছে। বর্তমানে দক্ষিণ আল শারকিয়াহ পুলিশ কমান্ড গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।
আরো পড়ুনঃ ওমান থেকে দেশে ফিরলেন আটকেপড়া দুই শতাধিক প্রবাসী (ভিডিও)
অপরদিকে অবৈধভাবে সাগরপথে ওমানে প্রবেশের সময় ৬৫ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে উত্তর আল বাতিনার কোস্টগার্ড পুলিশ। আটককৃতরা সবাই এশিয়ান নাগরিক বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার কোস্টগার্ড পুলিশ উত্তর আল বাতিনা গভর্নরেটের সাথে সমন্বয় করে এই অভিযান পরিচালনা করে। ওমানের সিনাস অঞ্চলের সমুদ্রের উপকূল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা চারটি নৌকার মাধ্যমে মোট ৬৫ জন ওমানে অনুপ্রবেশের চেষ্টা করছিলো বলে জানায় পুলিশ। ওমানে অবৈধ পথে অনুপ্রবেশের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রয়্যাল ওমান পুলিশ। সূত্রঃ ওমান ডেইলি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
