বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের দুঃখ দুর্দশা তুলে ধরা ও রেমিটেন্স যোদ্ধার স্বীকৃতি আদায়ে জনমত গঠনের লক্ষ্যে গঠিত মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সোশ্যাল মিডিয়া ভিত্তিক সংগঠন অনলাইন এক্টিভিটিস্ট ফোরাম মিডলইস্ট (OAFM) এর যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন চিটাগাং বিজনেস ফোরাম ওমানের সভাপতি ওমান প্রবাসী মিজান ফরহাদী।
শুক্রবার (২৪ জুলাই) রাতে জুমে অনুষ্ঠিত ভার্চুয়াল মিটিংয়ে কমিটির সকলের পরামর্শে তাকে মিজান ফরহাদীকে যুগ্ম আহবায়ক মনোনীত করা হয়। ভার্চুয়াল মিটিং থেকে সকল প্রবাসীকে ফেসবুক গ্রুপ OAFM এ সংযুক্ত হয়ে প্রবাসীদের কল্যাণে কাজ করার জন্য উদাত্ত আহবান জানান মধ্যপ্রাচ্যের সকল দেশের প্রতিনিধিরা।
আরো পড়ুনঃ ওমানের মাস্কাট এয়ারপোর্টে নতুন আইন জারী
ফোরামের আহবায়ক কুয়েত প্রবাসী আবুল কাশেমের সভাপতিত্বে এবং সদস্য সচিব তারেক আজিজ চৌধুরীর উপস্থাপনায় মিটিংয়ে আরো সংযুক্ত ছিলেন ওমান থেকে আবদুল হান্নান, কাতার থেকে মোহাম্মদ জুনাইদ, কুয়েত থেকে শাহাদাৎ হোসেন, আমিরাত থেকে আব্বাস উদ্দিন, বাহরাইন থেকে আসান উল্লাহ, সৌদিআরব থেকে জিয়াউদ্দিন চৌধুরী প্রমুখ।
আরো দেখুনঃ ওমানে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের ফাকা গুলি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
