ওমানে একটি খনন প্রকল্পে কাজ করার সময় গর্তে আটকে পরা এশিয়ান প্রবাসী নাগরিককে উদ্ধার করেছে পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্সের (প্যাকডা) উদ্ধারকারী দল। বুধবার প্যাকডা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, “আল বাতিনাহ’র উত্তরে লিওয়া এলাকায় খনন কাজ চলাকালীন মাটি চাপাপড়া এক প্রবাসীকে ঝুঁকিপূর্ণ অবস্থায় উদ্ধার করে সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স বিভাগের উদ্ধারকারী দল। ওই ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মাঝারি ধরনের আঘাতের কারণে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।” সুত্রঃ টাইমস অব ওমান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
